Logo

ছুটির দিনেও চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারী, ২০২৬, ১৩:৪৮
5Shares
ছুটির দিনেও চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন (ইসি)। এই কার্যক্রম চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারি) ছুটির দিনেও বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলমান চলে। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট ২,৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

রাজধানী ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশাপাশি সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় মনোনয়নপত্র যাচাই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়া, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হবে।

বিজ্ঞাপন

যাচাই-বাছাইয়ে যেসব মনোনয়নপত্র বাতিল হবে, ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করার সুযোগ পাবেন সেসব প্রার্থীরা। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর প্রতীক বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD