Logo

চট্টগ্রাম-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারী, ২০২৬, ১৬:৪৩
9Shares
চট্টগ্রাম-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কারণ, তার প্রস্তাবক ভোটারের তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে নানা অনিয়মের কারণে বিএনপি বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম চৌধুরী এবং জাতীয় পার্টির মোহা. এরশাদ উল্ল্যা-এর মনোনয়নও বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, যেসব প্রার্থী মনোনয়ন বাতিল হয়েছেন, তারা আগামী ৪ জানুয়ারির পরবর্তী চার কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন।

বিজ্ঞাপন

জাচাই-বাছাই শেষে সাত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন: সৈয়দ শাহাদাত হোসেন (জাতীয় পার্টি), শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (বাংলাদেশ মুসলিম লীগ), নুরুল আমিন (বিএনপি), এ কে এম আবু ইউসুফ (জেএসডি), মোহাম্মদ ছাইফুর রহমান (জামায়াত), রেজাউল করিম (ইনসানিয়াত বিপ্লব), ফেরদৌস আহমদ চৌধুরী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন; জমা দিয়েছেন ১০ জন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বাতিল এবং সাতজনের বৈধ ঘোষণা করা হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD