Logo

ভারতে কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত নয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারী, ২০২৬, ২০:৪১
15Shares
ভারতে কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত নয়
আসিফ মাহমুদ । ছবি: সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) মোস্তাফিজকে বাদ দিয়ে বিকল্প খেলোয়াড় বেছে নিতে অনুরোধ করে। এরপরে কেকেআর মোস্তাফিজকে দলে রাখার সম্ভাবনা বাতিল করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ভারতকে কোনো ধরনের আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত নয়।

শনিবার (৩ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসে বলেন, এরকম উগ্র রাষ্ট্রকে কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুমতি দেওয়া উচিত নয়। সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের জন্য অনুপযুক্ত ঘোষণা করা উচিত।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ২০২৩ সালের ৫ আগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন খেলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতীয় খেলোয়াড়রা নিরাপদভাবে অংশগ্রহণ করেছে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, ভারতের সঙ্গে কূটনৈতিক তিক্ততার কারণে কোনো ধরনের আন্তর্জাতিক আয়োজনের দায়িত্ব দেওয়া উচিত নয়।

মোস্তাফিজুর রহমানকে দলে না নেওয়ার এই পদক্ষেপ ও ভারতের প্রতি তীব্র সমালোচনা নিয়ে দেশে ক্রীড়ামহলে ও রাজনৈতিক মহলে আলোচনা জোরালো হয়েছে। আসিফ মাহমুদের এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ব্যাপক সমর্থন এবং মন্তব্য পেয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD