কুয়াশায় অচল ঢাকার আকাশপথ, অবতরণ করতে পারেনি ৮ ফ্লাইট

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটেছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঢাকায় অবতরণ করতে না পেরে অন্তত আটটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকে কুয়াশার প্রভাব বাড়তে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, কুয়াশাজনিত ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট ফ্লাইটগুলোকে ডাইভার্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। তাই যাত্রী ও বিমান নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কয়েকটি ফ্লাইটকে বিকল্প গন্তব্যে পাঠানো হয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ডাইভার্ট করা ফ্লাইটগুলোর মধ্যে ছয়টি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এবং অপর একটি ফ্লাইট ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে পাঠানো হয়।
এদিকে কুয়াশার কারণে ফ্লাইট ডাইভার্ট হওয়ায় যাত্রীদের মধ্যে কিছুটা ভোগান্তি দেখা দিলেও কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ঢাকায় ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।








