Logo

সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৬, ১৪:৩৭
সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি
ছবি: সংগৃহীত

জনশৃঙ্খলা রক্ষার এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।

বিজ্ঞাপন

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-৩/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী সোমবার (৫ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

নিষিদ্ধ এলাকায় অন্তর্ভুক্ত রয়েছে: বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিং।

ডিএমপি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সব এলাকায় সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, শোভাযাত্রা এবং যেকোনো ধরনের জনসমাগমমূলক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

বিজ্ঞাপন

ডিএমপি সূত্র জানায়, এ ধরনের নিষেধাজ্ঞা সাধারণত নিরাপত্তা বা গুরুত্বপূর্ণ সরকারি কর্মকাণ্ডের সময়ে জনশৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জারি করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD