প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) বিশেষ বার্তা দিয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।
বিজ্ঞাপন
সোমবার (৫ জানুয়ারি) ইসি সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এই সতর্ক বার্তা প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণা চালানো যাবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলকে এই বিধিমালা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
বিজ্ঞাপন
এছাড়া, ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্বে, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ বন্ধ করতে হবে বলে ইসি জানিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব।
বিজ্ঞাপন
ইসি এই সতর্কবার্তার মাধ্যমে নিশ্চিত করতে চাচ্ছে, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী বা দল আননির্বাচনী সুবিধা গ্রহণ করতে না পারে এবং সব পক্ষ সমানভাবে নির্বাচনী মাঠে অংশগ্রহণ করতে পারে।








