Logo

নির্বাচন সুষ্ঠু করতে এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১৮:২৬
নির্বাচন সুষ্ঠু করতে এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে
ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) । ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য এখন থেকেই সততা ও দায়িত্বের সঙ্গে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) বান্দরবান পুলিশ লাইন্স প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব পালন হবে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে। আইন ও নিয়ম অনুযায়ী সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, সততা, স্বচ্ছতা এবং দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো রাজনৈতিক পক্ষের প্রতি পক্ষপাতিত্ব দেখানো যাবে না। আমাদের লক্ষ্য হবে জনগণকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।

বিজ্ঞাপন

মধ্যবর্তী পর্যায়ে কিছু ছোটখাটো সমস্যার কারণে মনোবল কমে যাওয়ার কথা স্বীকার করে সানাউল্লাহ জানান, তবে সেই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করেছি এবং আবারও আমাদের মনোবল পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করার সময়।

সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তিনি সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বান্দরবানসহ দেশের প্রত্যেকটি এলাকায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD