Logo

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ জানাল বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১৮:১০
ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ জানাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দেশটির অভ্যন্তরীণ সংকটে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে নেওয়ার ঘটনাকে উদ্বেগজনক হিসেবে দেখছে ঢাকা।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় উদ্ভূত সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক অঙ্গনে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কূটনৈতিক সংলাপ ও পারস্পরিক আলোচনাকেই সর্বোত্তম পথ হিসেবে বিবেচনা করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ আলোচনা ব্যতীত কোনো সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি বাংলাদেশের অটল অবস্থান এবং শ্রদ্ধার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পরবর্তীতে তাদের নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে নেওয়া হয় বলে জানা গেছে।

এই ঘটনার পর রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন শহর, বন্দর ও গ্রামীণ এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। নিরাপত্তাজনিত কারণে অধিকাংশ দোকানপাট, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও আদালতের কার্যক্রম বন্ধ ছিল।

বিজ্ঞাপন

এদিকে, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট রোববার সকালে দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ৯০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। একই দিন টেলিভিশনে দেওয়া ভাষণে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ সেনাবাহিনীর পক্ষ থেকে দেলসি রদ্রিগুয়েজের নেতৃত্বের প্রতি সমর্থন জানান এবং সাধারণ জনগণকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD