খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা আনুষ্ঠানিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৫ জানুয়ারি) গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এই শোকবার্তা পৌঁছে দেন।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বিজ্ঞাপন
শোকবার্তায় উল্লেখ করা হয়, খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলেও শোকবার্তায় অনুভূতি প্রকাশ করা হয়।








