Logo

রাজপথে ইনকিলাব মঞ্চ, শাহবাগ থেকে শুরু হলো ‘মার্চ ফর ইনসাফ’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৬, ১২:৪৩
রাজপথে ইনকিলাব মঞ্চ, শাহবাগ থেকে শুরু হলো ‘মার্চ ফর ইনসাফ’
ছবি: সংগৃহীত

শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ নামে দীর্ঘ পথযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের হাদি চত্বর থেকে এই পথযাত্রার সূচনা হয়। হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে অংশগ্রহণকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

আয়োজকদের জানানো অনুযায়ী, শাহবাগ থেকে শুরু হওয়া ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিটি সায়েন্সল্যাব–সিটি কলেজ এলাকা, মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যার দিকে আবার শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

কর্মসূচিতে অংশ নেওয়া শরিফুল ইসলাম বলেন, শহীদ হাদির হত্যার বিচার দাবিতেই তারা রাজপথে নেমেছেন। তিনি বলেন, হাদির বিচার কেন হবে না—এ প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। সরকার কেন এখনো বিচার নিশ্চিত করছে না, সেটাও স্পষ্ট করতে হবে।

পথযাত্রা চলাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের নানা স্লোগান দিতে শোনা যায়। স্লোগানগুলোর মধ্যে ছিল—‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা—হাদি তোমায় দেখা যায়’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে মোট ১০টি পিক-আপে করে নেতাকর্মীরা অংশ নেন, যা পুরো পথজুড়ে শোভাযাত্রার রূপ নেয়।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চ তাদের ঘোষিত চার দফা দাবির মধ্যে উল্লেখ করেছে—

প্রথমত, হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত সবাইকে, অর্থাৎ খুনি, পরিকল্পনাকারী, সহযোগী, পলায়নে সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।

দ্বিতীয়ত, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তৃতীয়ত, ভারতের ভেতরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে দেশটি অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবি তোলা হয়েছে।

চতুর্থত, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD