Logo

নির্বাচনে নিরাপত্তার চাদরে দেশ, ৪৮৯ উপজেলায় থাকবে বিজিবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ১৩:১৪
নির্বাচনে নিরাপত্তার চাদরে দেশ, ৪৮৯ উপজেলায় থাকবে বিজিবি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে রাজধানীসহ দেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতেই বিজিবি মোতায়েন থাকবে। তবে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, দাকোপ, মনপুরা ও রাঙ্গাবালি—এই ছয়টি উপজেলা এ কার্যক্রমের বাইরে থাকবে।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়, ভোটগ্রহণের চার দিন আগে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে বিজিবি মাঠে নামবে এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সারাদেশে মোট ১ হাজার ১৫১ প্লাটুন মোতায়েন করা হয়েছে। এসব ইউনিট ভোটের আগে ও পরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় থাকবে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৩০০টি সংসদীয় আসনের জন্য সারাদেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে প্রায় ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

নির্বাচনী দায়িত্ব পালনে বিভিন্ন বাহিনীর মোট আট লক্ষাধিক সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় ৫ লাখ ৫০ হাজার সদস্য ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বে থাকবেন। পাশাপাশি প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবং প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত থাকবেন।

এ ছাড়া নির্বাচনকালীন নিরাপদ পরিবেশ বজায় রাখতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও কোস্ট গার্ডও সহায়ক ভূমিকা পালন করবে। সরকার আশা করছে, সমন্বিত এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD