Logo

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ১৩:৫৭
নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য কার্ড বিতরণের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার সশরীরে অফিসে গিয়ে আবেদন করার পরিবর্তে কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

এ বিষয়টি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, আগের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পাওয়ার জন্য নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয় হয় এবং নির্বাচন কমিশনের ব্যয়ও উল্লেখযোগ্য হতো। তাই এবার অনলাইনে আবেদন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন ব্যবস্থায় সাংবাদিক ও পর্যবেক্ষকদের একটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নির্দিষ্ট তথ্য পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার পর আবেদন জমা দিলে অনুমোদনের পর ঘরে বসেই কার্ড ডাউনলোড করা যাবে। দেশের গণমাধ্যমকর্মীরা তাদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার অনলাইনে ডাউনলোড করতে সক্ষম হবেন।

আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইটে: pr.ecs.gov.bd

বিজ্ঞাপন

আবেদনের সঙ্গে অফিসের প্যাডে করা আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে অবশ্যই পিআইডি কার্ডের প্রমাণ জমা দেওয়া বাধ্যতামূলক।

নির্বাচন কমিশন আশা করছে, অনলাইনে এই প্রক্রিয়া চালু হলে সময়ের সাশ্রয় হবে এবং কার্ড বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD