Logo

চলতি মাসেই পুনরায় শুরু হবে এনআইডি সংশোধন কার্যক্রম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ২০:৪২
চলতি মাসেই পুনরায় শুরু হবে এনআইডি সংশোধন কার্যক্রম
ছবি: সংগৃহীত

ভোটের কারণে সাময়িকভাবে স্থগিত রাখা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম এই মাসেই পুনরায় চালু করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আমাদের ভোটার তালিকা এবং প্রার্থীদের যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। বর্তমানে পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলছে। প্রিন্টিং কার্যক্রম ১৮ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার পর আমরা এনআইডি সংশোধন কার্যক্রম শুরু করব।

তিনি আরও জানান, সংশোধন কার্যক্রম শুরু হলে নাগরিকরা তাদের এনআইডিতে থাকা ব্যক্তিগত তথ্য, ঠিকানা, জন্মতারিখ বা অন্যান্য বিবরণ সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। সংশোধনের সময় নাগরিকদের সঙ্গে এনআইডি কার্ড সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নতুন কার্যক্রমে এনআইডি সংশোধনের পাশাপাশি ভুল তথ্য সংশোধন, নাম পরিবর্তন ও ঠিকানার হালনাগাদও করা যাবে। সংশোধনকৃত এনআইডি প্রাপ্ত নাগরিকরা তাদের ভোটার তথ্য ও অন্যান্য সরকারি সেবা সুবিধা আপডেট রাখতে পারবেন।

ইসি আশা প্রকাশ করেছে, চলতি মাসের শেষ নাগাদ এই কার্যক্রমে অংশগ্রহণকারীদের সুবিধাজনক সেবা নিশ্চিত করা হবে এবং সংশোধনকৃত এনআইডি দ্রুত প্রদান করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD