Logo

হর্ন বাজালে জরিমানা করবে পুলিশ: পরিবেশ মন্ত্রণালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ২০:২৮
হর্ন বাজালে জরিমানা করবে পুলিশ: পরিবেশ মন্ত্রণালয়
ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, হর্ন বাজানো ও শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ নভেম্বর ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ গেজেট প্রকাশিত হয়েছে।

বিধিমালার বিধি-৬ অনুযায়ী কোনো ব্যক্তি মোটরযান, নৌযান বা অন্য কোনো যানবাহনে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হর্ন স্থাপন বা ব্যবহার করতে পারবেন না। বিশেষ করে নীরব এলাকা ও আবাসিক এলাকায় রাতের বেলা হর্ন বাজানোও নিষিদ্ধ।

বিজ্ঞাপন

বিধি-২০ অনুযায়ী এ নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা জরিমানা আরোপ করতে পারবে।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, অতিমাত্রায় শব্দদূষণ মানুষের স্বাস্থ্য ও মানসিক অবস্থার জন্য বহুমাত্রিক ঝুঁকি সৃষ্টি করছে। এতে কানে কম শোনা, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা ও মনোসংযোগ বিঘ্নসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

বিশেষ সতর্কবার্তায় মন্ত্রণালয় জানায়, গর্ভবতী নারীদের ক্ষেত্রে শব্দদূষণ গর্ভপাত বা গর্ভস্থ শিশুর বধিরতা, এমনকি প্রতিবন্ধী শিশুর জন্মের সম্ভাবনা বাড়াতে পারে। হাসপাতালের রোগী, শিক্ষার্থী, ট্রাফিক পুলিশ, রিকশা বা গাড়ির চালক, পথচারী এবং উচ্চ শব্দের উৎসের কাছের শ্রমিক ও বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পরিবেশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, শব্দদূষণ কেবল স্বাস্থ্যের জন্য নয়, দেশের মানবসম্পদ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন করতে এবং জনসচেতনতা বাড়াতে জরুরি পদক্ষেপ নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD