Logo

ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ১৮:১৭
ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা বন্ড বা জামানত আরোপের সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি মনে করেন, এই সিদ্ধান্ত পুরোপুরি অপ্রত্যাশিত বা অস্বাভাবিক নয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়; অভিবাসনসংক্রান্ত জটিলতা রয়েছে—এমন একাধিক দেশের ক্ষেত্রেই একই নীতি প্রয়োগ করা হয়েছে। বাংলাদেশও সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সুযোগ গ্রহণকারীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলক বেশি—এমন ধারণা থেকেই দেশটি কিছু দেশের ওপর বাড়তি শর্ত আরোপ করছে। সে কারণে বাংলাদেশ এই তালিকায় থাকাটা দুঃখজনক হলেও খুব বিস্ময়কর নয় বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যদি এই ধরনের সিদ্ধান্ত হঠাৎ করে গত এক বছরের মধ্যে নেওয়া হতো, তাহলে বর্তমান সরকারের ওপর দায় আসতে পারত। কিন্তু বাস্তবতা হলো, এই প্রক্রিয়া বহু বছর ধরে চলমান। ফলে নীতিগত দায় যদি কারও ওপর পড়ে, তবে তা পূর্ববর্তী সরকারগুলোর ওপরই বর্তায়। এই সমস্যার মূল কারণ হলো অনিয়মিত অভিবাসন, যা কোনো সরকারই পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

অনিয়মিত অভিবাসন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বাংলাদেশিদের মৃত্যুর খবর এখনও সংবাদমাধ্যমে আসছে। এসব মানুষ নিঃসন্দেহে মানবিক সহানুভূতির দাবি রাখে, তবে একই সঙ্গে তারা আইনও লঙ্ঘন করছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে অন্য দেশে গিয়ে সেখান থেকে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করেন, যদিও তাদের সেই সামর্থ্য বা বৈধ সুযোগ নেই। এই প্রবণতা বন্ধ করা না গেলে ঝুঁকিপূর্ণ পথে প্রাণহানি অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণসংক্রান্ত ওয়েবসাইটে গত মঙ্গলবার জানানো হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ৩৮টি দেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। এর আগে গত বছরের আগস্টে প্রথম দফায় ছয়টি দেশের জন্য এই শর্ত চালু করা হয়। পরে আরও সাতটি দেশ যুক্ত হয় এবং সর্বশেষ ধাপে বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাম তালিকায় যোগ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম ছাড়া, এই ভিসা বন্ডের শর্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

ভিসা বন্ডের শর্ত থেকে বাংলাদেশকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সরকার কোনো উদ্যোগ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি সদ্য কার্যকর হওয়ার পথে রয়েছে। সরকার কূটনৈতিক ও প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে এবং বাংলাদেশকে এই তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD