Logo

পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪
পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

এর আগে গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আদেশ দেন আপিল বিভাগ। ওই আদেশে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বর প্রকাশিত সংশোধিত প্রজ্ঞাপনের একটি অংশ স্থগিত করা হয়, যেখানে সংসদীয় আসন দুটির নতুন সীমানা নির্ধারণ করা হয়েছিল। আদালত নির্দেশ দেন, আপাতত আগের সীমানাই বহাল থাকবে।

হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট এক প্রার্থীর করা পৃথক আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি গ্রহণ করে নির্বাচন সংক্রান্ত ওই অংশে স্থগিতাদেশ দেন।

বিজ্ঞাপন

আইনজীবী ও নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সীমানা নির্ধারণ সংক্রান্ত এই আইনি জটিলতার কারণে নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনের কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব নয়। ফলে ভোটগ্রহণের তারিখসহ পুরো নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন স্থগিতের খবরে পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রার্থী ও ভোটারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদালতের পরবর্তী আদেশের ওপর নির্ভর করবে এই দুই আসনের নির্বাচনের ভবিষ্যৎ কার্যক্রম।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD