Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, তবে ভারতের ভেন্যুতে নয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ২১:১৯
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, তবে ভারতের ভেন্যুতে নয়
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন | ফাইল ছবি

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের ভেন্যুতে খেলবে না। ভারতীয় নিরাপত্তা ও প্রবাসী সংগঠনের কার্যকলাপের কারণে বাংলাদেশ শুধুমাত্র ভারতের বাইরের ভেন্যুতে ম্যাচ খেলবে -এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন ক্রিকেটার নির্দিষ্ট সময়ের জন্য বিদেশ যাবে, খেলে ফিরে আসবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হলে কীভাবে আমরা তাদের নিরাপদ থাকার বিষয়ে বিশ্বাস স্থাপন করব? শুধু খেলোয়াড়ই নয়, সমর্থকরাও খেলা দেখতে যাবে, তাদের নিরাপত্তার বিষয়ও গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যক্রম এবং বক্তব্যের কারণে ভারতের নিরাপত্তা বাহিনী আমাদের ক্রিকেটার এবং সমর্থকদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ। তাই আমরা নিশ্চিত করছি, বাংলাদেশ খেলবে, তবে এমন ভেন্যুতে যেখান থেকে নিরাপত্তা ঝুঁকি থাকবে না।

এর আগে, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানিয়েছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ভারতের ভেন্যুতে পাঠানো হবে না। এছাড়া বিসিবি শ্রীলঙ্কা ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য সরিয়ে নেয়ারও অনুরোধ করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD