Logo

অন্তর্বর্তী সরকার ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করেছে: আসিফ নজরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১৬:০৭
অন্তর্বর্তী সরকার ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করেছে: আসিফ নজরুল
ড. আসিফ নজরুল । ফাইল ছবি

অধ্যাপক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতের প্রভাব ও আধিপত্য থেকে বাংলাদেশকে স্বাধীন করেছে। ভারতের আগ্রাসী ভূমিকা যেখানে প্রায় সবখানে প্রভাব বিস্তার করছিল, সেখানে এখন স্বাধীনভাবে এবং সাহসিকতার সঙ্গে কথা বলার সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এ মন্তব্য করেন।

ড. নজরুল বলেন, “সমালোচনা অবশ্যই থাকতে পারে, এবং কিছু ক্ষেত্রে যৌক্তিক। কিন্তু অনেক সময় সমালোচনা অতিরিক্ত মাত্রায় চলে যায়। ধরুন, সরকারের ১০টি কাজের মধ্যে ৪টি ইতিমধ্যেই হয়েছে, সেটি স্বীকার না করে বাকি ৬টির জন্য একেবারেই অতিরিক্ত সমালোচনা করা হয়।”

বিজ্ঞাপন

আইন উপদেষ্টা আরও বলেন, “বিচার বিভাগে পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি এবং বাজেট বরাদ্দ—all এখন উচ্চ আদালতের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। এটি কি কোনো সংস্কার নয়? বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে রাষ্ট্রের এমন বড় অঙ্গকে পরিচালিত করার উদ্যোগ কি কোনো সংস্কার নয়? এটি আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি উল্লেখ করেন, “সংস্কার হঠাৎ ম্যাজিকের মতো কাজ করে না। আমরা একটি গুম কমিশন পরিচালনা করেছি, যা ফলপ্রসূ হয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা হিউম্যান রাইটস কমিশন তৈরি করেছি। দক্ষিণ এশিয়ার যেকোনো হিউম্যান রাইটস আইন তুলনায় আমাদের আইন কার্যত উন্নত হয়েছে। অচিরেই কমিশনে নিয়োগ দেওয়া হবে।”

বিজ্ঞাপন

ড. আসিফ নজরুলের মন্তব্যের মাধ্যমে সরকারি সংস্কার ও মানবাধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD