Logo

ভোট ঘিরে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ নেই: স্থানীয় সরকার উপদেষ্টা

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
১০ জানুয়ারি, ২০২৬, ১৮:০৪
ভোট ঘিরে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ নেই: স্থানীয় সরকার উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, এবারের নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ। এটি হবে মানুষের ভোটের নির্বাচন, যেখানে জনগণের উপস্থিতি ও মতামত প্রতিফলিত হবে।

বিজ্ঞাপন

এ সময় জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই সনদ ছাত্র ও সাধারণ মানুষের আত্মত্যাগের বিনিময়ে তৈরি হয়েছে, তাই এর পক্ষে অবস্থান নেওয়া সবার দায়িত্ব।

নির্বাচনের মাঠে সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও তিনি কথা বলেন। উপদেষ্টার দাবি, সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। ফলে নির্বাচনী পরিবেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

এর আগে তিনি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। এ সময় সিলেট বিভাগের কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD