Logo

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করে ইসির প্রজ্ঞাপন জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১৮:২২
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করে ইসির প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) দুটি আসনের ভোট স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। আসনগুলোর সীমানা সংক্রান্ত জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার ৬৮ নম্বর পাবনা-১ এবং ৬৯ নম্বর পাবনা-২ আসনের ভোট গ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

নির্বাচন কমিশনের স্মারক নম্বর-১৭,০০,০০০০,০৩৪,৩৬,০০৯,২৫-৩৬৭ অনুযায়ী, পাবনা আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ মামলায় আপিল বিভাগ ৫ জানুয়ারি যে আদেশ প্রদান করেছেন, তার প্রেক্ষিতেই ভোট স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে, যাতে নির্বাচনী কার্যক্রমকে আইনসম্মত ও সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD