Logo

ইসিতে ৩২ মিনিটে ১২ প্রার্থীর আপিল শুনানি শেষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৭
ইসিতে ৩২ মিনিটে ১২ প্রার্থীর আপিল শুনানি শেষ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির দ্বিতীয় দিন শুরু হয়েছে। এদিন প্রথম ঘণ্টার মধ্যেই দ্রুতগতিতে ১২ জন প্রার্থীর আপিলের শুনানি ও নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ অবস্থিত অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। নির্ধারিত সময়ের প্রথম ৩২ মিনিটে স্লটে থাকা ১২টি আপিলের শুনানি সম্পন্ন হয়।

এই ১২টি আপিলের মধ্যে ১০ জন প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। একজন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে এবং অপর একজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আপিল মঞ্জুরপ্রাপ্ত প্রার্থীরা হলেন— চাঁদপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে মো. আবু তাহের, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির এস এ জাহিদ, রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনে এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান।

এদিকে কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল শুনানি শেষে সিদ্ধান্ত মুলতবি রাখা হয়েছে। অপরদিকে ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাই নিয়ে সারা দেশের বিভিন্ন আসন থেকে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করছেন এবং ধারাবাহিকভাবে এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD