মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে ফের উত্তেজনা ছড়াল। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘর্ষের মধ্যে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক বাংলাদেশি কিশোরী নিহত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১১ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছীব্রিজ সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী, আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সীমান্ত এলাকায় এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।
বিজ্ঞাপন
রবিবার সকালে গোলাগুলির এক পর্যায়ে আরাকান আর্মির কয়েকজন সদস্য গুলি ছুড়তে ছুড়তে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এ সময় এক কিশোরী ও এক যুবক গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে পথেই কিশোরীর মৃত্যু হয়।
ঘটনার পরপরই সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং ক্ষোভে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা সীমান্তে নিরাপত্তা জোরদার ও ভবিষ্যতে এমন অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কার্যকর পদক্ষেপ দাবি করেন।
বিজ্ঞাপন
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মিয়ানমার থেকে আসা গুলিতে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।








