Logo

বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪৮
বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের
ছবি: সংগৃহীত

বিশ্বের দুর্বল পাসপোর্টগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারির সর্বশেষ হালনাগাদে এমন তথ্য উঠে এসেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পাসপোর্ট দুর্বলতার দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস তাদের সর্বশেষ পাসপোর্ট র‍্যাংকিং প্রকাশ করে।

সূচকের তথ্যমতে, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান। ১০১টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৫তম। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত সূচকে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

বিশ্বব্যাপী কোন দেশের নাগরিকরা কতটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন—এই সক্ষমতার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইনডেক্সের র‍্যাংকিং নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

এবারের সূচকে টানা শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকরা ১৮৮টি গন্তব্যে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পান।

বিজ্ঞাপন

তৃতীয় স্থানে রয়েছে পাঁচটি ইউরোপীয় দেশ—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।

চতুর্থ অবস্থানে আছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড ও নরওয়ে। এসব দেশের নাগরিকরা ১৮৫টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন।

পঞ্চম স্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পাসপোর্টে ১৮৪টি দেশে ভিসামুক্ত প্রবেশ সম্ভব।

বিজ্ঞাপন

অন্যদিকে তালিকার একেবারে নিচের দিকে রয়েছে পাকিস্তান ও ইয়েমেন (৯৮তম), ইরাক (৯৯তম), সিরিয়া (১০০তম) এবং আফগানিস্তান (১০১তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৩১, ২৯, ২৬ ও ২৪টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটি রয়েছে ৫২তম অবস্থানে এবং মালদ্বীপের নাগরিকরা ভিসা ছাড়াই ৯২টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বজুড়ে ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD