Logo

খালেদা জিয়ার নেতৃত্ব দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত হয়ে থাকবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ২১:৪৩
খালেদা জিয়ার নেতৃত্ব দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত হয়ে থাকবে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্ব ও ব্যক্তিত্ব দক্ষিণ এশিয়ার ইতিহাসে নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা নির্যাতন ও প্রতিকূলতার মুখোমুখি হলেও খালেদা জিয়া কখনো অভিযোগের সুরে কথা বলেননি; বরং তার মানবিক আচরণ ও সৌজন্যবোধ সবাইকে মুগ্ধ করেছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত খালেদা জিয়ার স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন মার্শা বার্নিকাট। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বার্নিকাট তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, খালেদা জিয়ার সঙ্গে তার বহুবার সাক্ষাৎ হয়েছে। সংকট ও চরম দুর্দিনেও তিনি ছিলেন হাস্যোজ্জ্বল ও আন্তরিক। তার আচরণে ছিল এক ধরনের স্বাভাবিক সৌজন্য, যা সহজেই মানুষকে কাছে টানত। তিনি বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং তার রাজনৈতিক উত্তরাধিকার দেশ যতদিন থাকবে, ততদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন সতর্ক প্রহরীর মতো। গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ার সময় এবং বিরোধী কণ্ঠ রুদ্ধ হওয়ার প্রেক্ষাপটে তিনি সাহসিকতার সঙ্গে স্বৈরশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি খালেদা জিয়ার কারাবাসকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদনের তথ্য তুলে ধরেন।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজেনা স্মৃতিচারণে বলেন, শারীরিক অসুস্থতা ও সীমাহীন কষ্টের মধ্যেও খালেদা জিয়া রাজনৈতিক সংগ্রাম থেকে সরে দাঁড়াননি। মানুষের জন্য তার দরজা সবসময় খোলা ছিল। দায়িত্ব পালনকালে তিনি বিরোধী দলে থাকলেও সবার সঙ্গে যোগাযোগ সহজ করে রেখেছিলেন। ড্যান মজেনার মতে, তার নেতৃত্বেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

ন্যাশনাল প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মার্ক শেফ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেত্রীর স্মরণে এমন আয়োজন করতে পেরে তারা গর্বিত। তার নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিকভাবে অনেক দূর এগিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয় রাজনীতিতে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের অবদান অনস্বীকার্য।

এছাড়া স্মরণসভায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যার মধ্যে এপির সাবেক সম্পাদক ম্যারন বিলকাইন্ডও ছিলেন, বক্তব্য দেন। বক্তারা সবাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার সংগ্রামী জীবন, নেতৃত্ব ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD