Logo

চতুর্থ দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেল আরও ৫৩ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৯:৩৩
চতুর্থ দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেল আরও ৫৩ জন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আরও ৫৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চতুর্থ দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, এই দিন মোট ৭০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর করা হয়েছে, আর ১৭টি নামঞ্জুর হয়েছে। চার দিনের মোট আপিল শুনানিতে এ পর্যন্ত ২০৪ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের আগের কার্যক্রমে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) তৃতীয় দিনে মোট ৭১টি আপিল শুনানি হয়। এর মধ্যে ৪১টি মঞ্জুর এবং ২৫টি নামঞ্জুর হয়, বাকি চারটি আপিল অপেক্ষমাণ রাখা হয়। এর আগে রোববার ৫৮টি আপিল মঞ্জুর এবং সাতটি নামঞ্জুর হয়েছে, ছয়টি অপেক্ষমাণ রাখা হয়। প্রথম দিন শনিবার ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর এবং ১৫টি নামঞ্জুর হয়।

এ নির্বাচনের জন্য মোট ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, আর ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ৬৪৫টি আপিল আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী- আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD