Logo

বিএনপি নেতার মৃত্যুতে সেনাসদস্য প্রত্যাহার, গঠিত উচ্চ তদন্ত কমিটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৮:৫৩
বিএনপি নেতার মৃত্যুতে সেনাসদস্য প্রত্যাহার, গঠিত উচ্চ তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে এক ব্যক্তির মৃত্যুতে সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারসহ অভিযানে অংশ নেওয়া সকল সেনাসদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে এবং একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০) আটক হন। পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে টহল দল ফার্মেসিতে তল্লাশি চালিয়ে ১টি ৯ মি. মি. পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

বিজ্ঞাপন

অভিযানের পর আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইএসপিআর এই ঘটনার বর্ণনা দিয়ে জানিয়েছে, এটি ‘অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। ঘটনার পরপরই সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডার এবং অভিযানে অংশ নেওয়া সকল সেনাসদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে নিহতের সঠিক কারণ উদঘাটনের জন্য উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করবে এবং সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করবে।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD