২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১০০৮ শিশু

বিদায়ী বছর ২০২৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী মোট ১০০৮ শিশু প্রাণ হারিয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজপোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজেদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই প্রতিবেদন গণমাধ্যমে পাঠিয়েছে ফাউন্ডেশন।
প্রতিবেদন অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে ৫৩৭ জন (৫৩.২৭%) বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক বা হেলপার হিসেবে মারা গেছে। অপরদিকে পথচারী হিসেবে সড়কে নিহত শিশু ৪৭১ জন (৪৬.৭২%)।
বিজ্ঞাপন
শিশুদের মৃত্যু সড়কের ধরন অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, মহাসড়কে নিহত শিশু ২৮১ জন (২৭.৮৭%), আঞ্চলিক সড়কে ৩৬৪ জন (৩৬.১১%), গ্রামীণ সড়কে ২৯১ জন (২৮.৮৬%) এবং শহরের সড়কে ৭২ জন (৭.১৪%) শিশু মারা গেছে।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১ মাস থেকে ৫ বছর বয়সী ১৭৯ শিশু (১৭.৭৫%), ৬–১২ বছর বয়সী ৩৮২ শিশু (৩৭.৮৯%) এবং ১৩–১৭ বছর বয়সী ৪৪৭ শিশু (৪৪.৩৪%) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশন শিশু মৃত্যুর মূল কারণ হিসেবে উল্লেখ করেছে, দেশের সড়ক ও সড়ক পরিবহন শিশু বান্ধব না থাকা, শিশুদের মধ্যে সড়ক ব্যবহার সংক্রান্ত সচেতনতার অভাব, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ পরামর্শ বা প্রশিক্ষণ না দেওয়া, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালক কর্তৃক যানবাহন চালানো, দুর্ঘটনায় আহত শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা এবং পরিবারের আর্থিক অসচ্ছলতা।
বিজ্ঞাপন
সংগঠনটি জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণ করতে হলে শিশু বান্ধব সড়ক নকশা, স্কুলে সড়ক নিরাপত্তা শিক্ষা, অভিভাবক ও সমাজের সচেতনতা বৃদ্ধি এবং আহত শিশুদের জন্য দ্রুত ও মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা অত্যাবশ্যক।








