প্রবাসীদের বড় সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
বিজ্ঞাপন
আসিফ নজরুল লিখেছেন, আজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁদের তথ্য অনুযায়ী, এই মাসের মধ্যে কার্যক্রমটি চালু করা সম্ভব হবে।
উপদেষ্টা আরও লিখেছেন, এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।
বিজ্ঞাপন
এ পদক্ষেপের মাধ্যমে প্রবাসীরা সহজেই শরীয়াভিত্তিক ঋণের সুবিধা পাবেন এবং বৈধ ও আর্থিকভাবে নিরাপদ উপায়ে ঋণ গ্রহণ করতে সক্ষম হবেন। এই উদ্যোগ দেশের প্রবাসী শ্রমিকদের আর্থিক সেবা এবং সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








