Logo

কমেছে আমদানি শুল্ক, বাজারে কমতে পারে মোবাইল ফোনের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৪:৪০
কমেছে আমদানি শুল্ক, বাজারে কমতে পারে মোবাইল ফোনের দাম
ছবি: সংগৃহীত

মোবাইল ফোনের দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। একই সঙ্গে দেশীয় মোবাইল উৎপাদনকারীদের জন্য উপকরণ আমদানিতে ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআর থেকে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআর জানিয়েছে, মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্ক হ্রাসের ফলে কাস্টমস ডিউটি প্রায় ৬০ শতাংশ কমেছে। পাশাপাশি দেশীয় মোবাইল সংযোজক প্রতিষ্ঠান যাতে বাজারে অবনতি বা প্রতিযোগিতার নেতিবাচক প্রভাবের মুখে না পড়ে, সেই লক্ষ্যে সংযোজনের জন্য উপকরণ আমদানিতেও ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে এই উপকরণ আমদানিতে প্রযোজ্য শুল্ক ৫০ শতাংশ কমেছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনের ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি আমদানি হওয়া মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমতে পারে। অন্যদিকে, ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি ফোনের দাম আনুমানিক দেড় হাজার টাকা কমবে।

এনবিআর আশা করছে, মোবাইল ফোন আমদানি এবং সংযোজনের উপকরণে উল্লেখযোগ্য শুল্ক হ্রাসের কারণে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। সরকারের লক্ষ্য দেশের নাগরিকদের ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ ও সাশ্রয়ী করা, এবং ভবিষ্যতেও মোবাইল ফোনের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য পদক্ষেপ অব্যাহত থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD