৪৬তম বিসিএস: ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

৪৬তম বিসিএস পরীক্ষার লিখিত অংশে উত্তীর্ণ ১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রার্থীদের নিজ নিজ আবেদন বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সূচি অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষর রয়েছে।
পুনর্নির্ধারিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো— ১৮০০৪১৯১, ১১১৩৭৬৭২, ১৩০০৩৬১০, ১১০৩৮৬২৭, ১১০৫৪৪১৮, ১৪০০৪১১৫, ১১০৯৯৬৫৩, ১১০৫৮৮৪৫, ১১০০৯৪৪০, ১৪০২৩৫২৩, ১১১৫৫৮২৯, ১১০৫৮২৩২, ৫৫৯-৪৮০৫৫, ১১০৩৪৪১৪, ১১০৮৩১৬৬।
বিজ্ঞাপন
এর আগে, ২০২৫ সালের ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে মোট ৪,০৫০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়।
বিপিএসসি সূত্রে জানা গেছে, পুনর্নির্ধারণের সিদ্ধান্ত প্রার্থীদের সুবিধার্থে নেওয়া হয়েছে যাতে তারা যথাযথ প্রস্তুতির পর মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারে।








