Logo

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অধ্যায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ২০:২৯
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অধ্যায়
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসে আন্তর্জাতিক মঞ্চে নতুন অর্জন করেছে বাংলাদেশ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত স্কাইডাইভাররা এই রেকর্ড গঠনে নেতৃত্ব দিয়েছেন। অভিযানে অংশ নিয়েছেন বিডার আশিক চৌধুরীসহ অন্যান্য দক্ষ প্যারাট্রুপাররা। লাল-সবুজের ৫৪টি জাতীয় পতাকা একই সময়ে আকাশে উড্ডয়ন করা হয়। পুরো অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে সশস্ত্র বাহিনী বিভাগ (আর্মড ফোর্সেস ডিভিশন)।

বিজ্ঞাপন

গিনেস রেকর্ডের শিরোনাম “Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)”। এ রেকর্ড অর্জনের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘টাইটেল হোল্ডার’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

আইএসপিআর জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে রাখা। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলেন, এই ধরনের উদ্যোগ কেবল শারীরিক সাহস প্রদর্শনই নয়, দেশের আন্তর্জাতিক স্বীকৃতি ও জাতীয় অহংকার বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “টিম বাংলাদেশ” এর এই সাফল্য দেশের গৌরবময় অর্জনের তালিকায় নতুন অধ্যায় সংযোজন করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD