Logo

এক বাসায় বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট, ব্যবস্থা চায় বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫৯
এক বাসায় বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট, ব্যবস্থা চায় বিএনপি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বাসায় একাধিক ব্যক্তি বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট গণনা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, পোস্টাল ব্যালটের খামগুলোর ওপর বাহরাইনের ঠিকানা লেখা রয়েছে।

বিজ্ঞাপন

এই ঘটনাকে গুরুতর অনিয়ম হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দলটির পক্ষ থেকে বলা হয়, একটি “বিশেষ রাজনৈতিক দলের” সঙ্গে সংশ্লিষ্ট নেতারা এসব পোস্টাল ব্যালট নিয়ে কাজ করছিলেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওটির দৈর্ঘ্য ৭ মিনিট ৩২ সেকেন্ড। এতে কয়েকজন ব্যক্তিকে একত্রে বসে পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। ভিডিওতে শোনা যায়, একজন ব্যক্তি ভিডিও ধারণে আপত্তি জানিয়ে বলেন, ‘এই দাঁড়ান, আপনি ভিডিও করছেন কিসের জন্য? এখানে উনারা মেইন ভিডিও করছে। কেন আপনারা আরও ভিডিও করছেন। আপনারা এখান থেকে যেগুলা আছে সব লইয়া যানগা। আমরার দরকার নাই। কিন্তু ভিডিও কইরেন না। ফেসবুকে ছাড়িয়েন না।’

বিজ্ঞাপন

ভিডিওতে অন্য একজনকে বলতে শোনা যায়, ‘ডিস্টার্ব কইরো না, কেউ ফেসবুকে ছাড়বে না।’

তখন ভিডিও ধারণে বাধাদানকারী ব্যক্তি বলছেন, ‘আমরা এগুলো (পোস্টাল ব্যালট) যাচ্ছি আর আনছি না। এগুলো আমাদের দিয়ে গেছে। এখানে আমার দাদিরা ছিল। আপনারা এখানে যা আছে সব লইয়া যানগা।’

একপর্যায়ে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, একাধিক জন ভিডিও করলে তা ফেসবুকে ছড়িয়ে যাবে। তখন ভাবমূর্তির ক্ষতি হবে। বাহরাইনে প্রবাসীদের দেওয়া পোস্টাল ব্যালটে ভোট বন্ধ হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

যাচাই করে দেখা গেছে, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি নয়।

এদিকে একই ধরনের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যার দৈর্ঘ্য ২৭ সেকেন্ড। ওই ভিডিওতেও একাধিক পোস্টাল ব্যালট গণনার দৃশ্য দেখা যায়। জুনায়েন বিন সাদ নামের একজন ব্যক্তি ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দাবি করেন, এটি ওমানে জামায়াতের এক ব্যক্তির বাসার দৃশ্য। কেউ কেউ আবার দাবি করছেন, আগের ভিডিওটিও বাহরাইনে জামায়াতের একজনের বাসায় ধারণ করা।

সংক্ষিপ্ত ভিডিওটিতে চট্টগ্রাম–৩ আসনের কথা উল্লেখ করতে শোনা যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম–৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। এটি দেশের বাইরে ধারণ করা হলেও ঠিক কোন দেশে—তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের কাছে বিএনপির দাবি

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। বিকেল পাঁচটায় শুরু হওয়া বৈঠক শেষ হয় সন্ধ্যা সোয়া ছয়টায়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট নিয়ে ‘হস্তক্ষেপ’ করছেন—এমন ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যে ঘটনাটি তদন্ত করে একটি প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ ভোটে কারচুপির চেষ্টা করলে তাদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় ব্লক করা হতে পারে।

নজরুল ইসলাম খান বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বা কারচুপির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। একইভাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পোস্টাল ভোটে প্রথমবার প্রবাসীদের অংশগ্রহণ

উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এর আগে নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং কারাবন্দীদের জন্য এই ব্যবস্থা সীমিত পরিসরে চালু ছিল।

বিজ্ঞাপন

এবার ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’ ব্যবস্থার মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ বাড়ানো হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট নির্বাচনী আইনেও সংশোধন আনা হয়েছে। ৫ জানুয়ারি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন কার্যক্রম শেষ হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রবাসী ভোটার রয়েছেন ৭ লাখ ৬০ হাজারের কিছু বেশি। বাকি ভোটারদের মধ্যে রয়েছেন প্রায় পৌনে ছয় লাখ সরকারি কর্মচারী, প্রায় ১ লাখ ৬০ হাজার নির্বাচনী কর্মকর্তা, ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য এবং ছয় হাজারের বেশি কারাবন্দী।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD