গণভোট নিয়ে সমালোচনাকারীদের জানার পরিধি কম: প্রেস সচিব

জুলাই জাতীয় সনদ ঘিরে প্রস্তাবিত গণভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে যারা সমালোচনা করছে, তাদের জানার পরিধি কম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিশ্বের যেসব দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার সব সময়ই ‘হ্যাঁ’ বা ‘না’-এর কোনো একটি অবস্থান নেয়। এটাই স্বাভাবিক ও গণতান্ত্রিক চর্চা।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হজরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রেস সচিব বলেন, যারা গণভোট নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের জানাশোনার পরিধি সীমিত। কারণ, গণভোট মানেই একটি নীতিগত সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে জনগণের মতামত নেওয়া। বর্তমান সরকার সংস্কারের পক্ষে বলেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানাচ্ছে। এই গণভোট কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি একটি সমন্বিত সংস্কার প্যাকেজ, যার লক্ষ্য ভবিষ্যতে যেন অপশাসন, স্বৈরাচার কিংবা ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ববাদ আর ফিরে না আসে।
তিনি আরও বলেন, দেশে যাতে আবারও একনায়কতান্ত্রিক শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য গণভোটে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া জরুরি। গণভোটের মাধ্যমে জনগণই ঠিক করবে, দেশ কোন পথে এগোবে।
নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, অতীতে দিনের ভোট রাতে হয়ে যাওয়ার কারণে মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং সরকার কাজের মাধ্যমে প্রমাণ করবে যে তারা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়।
বিজ্ঞাপন
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি শেষ হয়েছে, নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে এবং পোস্টাল ব্যালটের কার্যক্রমও সম্পন্ন হয়েছে। এখন কেবল নির্ধারিত সময়ের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এদিন সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব আরও বলেন, সমঝোতা বা পুনর্মিলনের কোনো আলোচনা চলছে না।
বিজ্ঞাপন
তিনি প্রশ্ন তুলে বলেন, সংশ্লিষ্ট পক্ষের কেউ কি কখনো দুঃখ প্রকাশ করেছে? বরং শহীদের রক্ত নিয়ে উপহাস করা হয়েছে। যারা অনুতপ্ত নয়, তাদের সমাজে পুনর্বাসনের প্রশ্নই ওঠে না। তার ভাষায়, হত্যাকারীদের স্থান সমাজে নয়, বরং আইনের আওতায়।
তিনি আরও বলেন, চলতি বছরের নির্বাচন সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনগুলোর একটি হতে যাচ্ছে। অতীতে বিরোধী দলকে নির্বাচনী মাঠে দাঁড়াতেই দেওয়া হয়নি, নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির শিকার করা হয়েছে। এবারের নির্বাচন হবে উন্মুক্ত, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর—যেখানে সব পক্ষ সমান সুযোগ পাবে।
পরে প্রেস সচিব মাজার প্রাঙ্গণের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টুসহ প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








