খালেদা জিয়া ছিলেন আত্মত্যাগ ও দেশপ্রেমিক: আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনেক অসাধারণ বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। তার মতে, বাংলাদেশকে একটি সুস্থ ও সহনশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে খালেদা জিয়ার জীবনাদর্শ ও মূল্যবোধ উপলব্ধি করা জরুরি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে ছিল অনন্য রুচিবোধ ও মতভিন্নতার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব। তিনি পরমতসহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে আত্মস্থ করতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যখন বন্দি ছিলেন, তখন তার পক্ষে প্রকাশ্যে কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে তার পক্ষে কথা বলার সুযোগ পেলেও সমর্থনের অভাব স্পষ্ট ছিল বলে মন্তব্য করেন তিনি।
আইন উপদেষ্টা তার বক্তব্যে খালেদা জিয়ার বিরুদ্ধে পরিচালিত বিচারপ্রক্রিয়ার সমালোচনা করে বলেন, ওই বিচার ছিল অদ্ভুত ও উদ্ভট।
একজন আইনের শিক্ষার্থী হিসেবে তিনি মনে করেন, এটি জঘন্য একটা বিচার হয়েছে। তিনি বলেন, বিচার চলাকালে প্রতিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে খালেদা জিয়া বিস্মিত ও ব্যথিত হয়েছিলেন এবং অবাক হয়ে বলেছিলেন ‘আমি মেরে খেয়েছি এতিমের টাকা?’ বিস্মিত এবং ব্যথিত হয়ে বলা এই বাক্যটাকে বিচারক লিখেছিলেন, বেগম জিয়া নিজেই স্বীকার করেছেন তিনি কাজটা করেছেন।
বিজ্ঞাপন
আসিফ নজরুল জানান, ওই বিচারের বিরুদ্ধে তিনি বিবৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এবং বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে হাইকোর্টে কী করবেন না করবেন, এই ভয়ে চারজনের বেশি রাজি হয় নাই। চারজনের তো বিবৃতি হয় না, এজন্য পত্রিকায় ধরাতে পারেননি তিনি।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভালোবাসা ও ঘৃণা—উভয় অনুভূতিই প্রকাশ করতে পারছে। এজন্যই এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে।








