যেভাবে পুলিশ সংস্কার করতে চেয়েছি, সেভাবে হয়নি: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পুলিশ সংস্কার যেভাবে করার পরিকল্পনা ছিল, বাস্তবে সেভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, সংস্কার নিয়ে কিছু মানুষের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তাদের কাছে সংস্কার নিয়ে সমালোচনাই যেন আকর্ষণের বিষয়। তিনি বলেন, কোনো সংস্কার হয়নি—এ কথা ঠিক নয়। প্রত্যাশার মান যদি ১০ ধরা হয়, তাহলে অন্তত চার পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি। তবে পুলিশ সংস্কারের ক্ষেত্রে আমরা যেভাবে এগোতে চেয়েছিলাম, বাস্তবে তা পুরোপুরি সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পুলিশ সংস্কার প্রক্রিয়ায় ব্যাপক পরামর্শ গ্রহণ করা হয়েছে। এত পরিমাণ পরামর্শ ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের সময়ও করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব আইন প্রণয়ন করা হয়েছে। তবে আইনের শাসন প্রতিষ্ঠা একটি ধারাবাহিক প্রক্রিয়া, যার পূর্ণ বাস্তবায়নে আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে। নির্বাচিত সরকার যদি এই সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে জনগণ এর সুফল ভোগ করতে পারবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিচারক হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক স্লোগান নয়, যোগ্যতা ও নৈতিকতাই মুখ্য হওয়া উচিত। শুধু দীর্ঘ সময় ধরে ‘জয় বাংলা’ বা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেই কেউ বিচারক হতে পারেন না। উচ্চ আদালতেও সংস্কারের প্রয়োজন রয়েছে এবং সেই সংস্কার উচ্চ আদালত থেকেই আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।








