ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে ইসি

ব্যালট পেপারে অনিয়ম ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
বিজ্ঞাপন
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা এটি গ্রহণ করেছি। কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকের আগে আমরা নিজেদের মধ্যে কৌশল নিয়ে আলোচনা করছি।”
এর আগে সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগারগাঁও এলাকায় নির্বাচন ভবন ঘেরাও করার উদ্দেশ্যে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। পুলিশের ব্যারিকেডের কারণে তারা ভবনের সামনে অবস্থান নেন।
বিজ্ঞাপন
সরাসরি স্থানে দেখা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের প্রায় সহস্রাধিক নেতাকর্মী ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন। সড়কের ওপর অবস্থান নেওয়া ও খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানের কারণে এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সাধারণ পথচারীদের বিকল্প পথে যাতায়াত করতে হয়েছে।








