Logo

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৫৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ সোমবার (১৯ জানুয়ারি)। দিনটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধাভরে স্মরণ করছে এই ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে।

বিজ্ঞাপন

১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার পিতা মনসুর রহমান পেশায় একজন রসায়নবিদ ছিলেন। শৈশব ও কৈশোরকাল বগুড়া ও কলকাতায় কাটানোর পর তিনি পিতার কর্মস্থল করাচিতে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন।

বর্ণাঢ্য সামরিক ও রাজনৈতিক জীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন অনন্য ব্যক্তিত্ব। একজন পেশাদার সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও জাতীয় জীবনের প্রতিটি সংকটে তিনি দায়িত্বশীল নেতৃত্বে সামনে এসে দাঁড়িয়েছেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার পরিচয় দেন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনার পাশাপাশি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা রাখেন।

বিজ্ঞাপন

স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রণয়ন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেন। সময়ের প্রয়োজনে প্রায় সাড়ে চার দশক আগে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। তার হাত ধরেই দলটি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে দলকে সুসংগঠিত করেন এবং নিজ নেতৃত্বগুণে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও রাজনৈতিক দর্শন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বিএনপিকে জাতীয় রাজনীতিতে দৃঢ় অবস্থানে নিয়ে যায়।

অসাধারণ দেশপ্রেম, সাহসিকতা, সততা ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক শহীদ জিয়াউর রহমানের অবদান আজও মানুষের হৃদয়ে গভীরভাবে স্মরণীয়। তার শাসনামলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে স্বাতন্ত্র্য ও মর্যাদার পরিচয় পায়। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার রাজনৈতিক দর্শন ও দিকনির্দেশনা।

বিজ্ঞাপন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সোমবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হবে। এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে দলের শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান রিজভী। পাশাপাশি দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি দিনব্যাপী পালিত হবে।

কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD