আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা

ঢাকার দুই সিটি কর্পোরেশনকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশার বিক্রি বন্ধের নির্দেশ দিতে আল্টিমেটাম দিয়ে আন্দোলনরত রিকশা চালকরা সোমবার (১৯ জানুয়ারি) সড়ক ছাড়েন। এর পর কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিজ্ঞাপন
চালকরা জানিয়েছিলেন, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত দুই সিটি কর্পোরেশনকে সময় দেওয়া হয়েছে। যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তারা ১ ফেব্রুয়ারি সিটি কর্পোরেশন ভবন ঘেরাও করবেন।
সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে উত্তর বাড্ডা থেকে মিছিল করে রামপুরা ব্রিজে পৌঁছানো পর তাদের কর্মসূচি শেষ হয়। সরেজমিনে দেখা যায়, সড়ক ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সকাল সাড়ে ৯টা থেকে বন্ধ থাকা কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল শুরু হয়।
বিজ্ঞাপন
ডিএমপির বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আমিন বলেন, “অন্দোলনকারীরা সড়ক ছাড়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। তারা উত্তর বাড্ডা থেকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে গিয়ে কর্মসূচি শেষ করেছে।”
এদিকে, আন্দোলনকারীরা পূর্বেই জানিয়েছিলেন, সিটি কর্পোরেশন তাদের দাবি না মানা পর্যন্ত ভবন ঘেরাও কার্যক্রম চালিয়ে যাবেন। তবে সোমবারের এই কর্মসূচি শেষ হওয়ায় আপাতত যান চলাচল স্বাভাবিক হয়েছে।








