Logo

২১ জানুয়ারি থেকে নতুন শর্ত, মার্কিন ভিসা পেলে দিতে হবে বন্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৫:২১
২১ জানুয়ারি থেকে নতুন শর্ত, মার্কিন ভিসা পেলে দিতে হবে বন্ড
ছবি: সংগৃহীত

আগামী ২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে ব্যবসা কিংবা পর্যটন ভিসায় (বি১/বি২) অনুমোদন পাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত কার্যকর হচ্ছে। এ শর্ত অনুযায়ী, ভিসা অনুমোদিত হলে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে যারা ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদন পাবেন, তাদের এই বন্ড পরিশোধের নিয়ম প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

তবে নতুন এ সিদ্ধান্ত ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে কার্যকর হবে না বলে স্পষ্ট করেছে দূতাবাস। অর্থাৎ আগেই যাদের ভিসা ইস্যু হয়েছে, তাদের জন্য বন্ড জমা দেওয়ার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড প্রদান ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। একই সঙ্গে তৃতীয় পক্ষের বিভিন্ন ওয়েবসাইট বা মাধ্যমে বন্ড পরিশোধের প্রস্তাব প্রতারণামূলক হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন দূতাবাস জানায়, সাক্ষাৎকারের আগে জমা দেওয়া কোনো অর্থ ফেরতযোগ্য নয়। তবে ভিসার শর্তাবলি যথাযথভাবে মেনে চললে নির্ধারিত নিয়ম অনুযায়ী বন্ডের অর্থ আবেদনকারীকে ফেরত দেওয়া হবে।

নতুন এই শর্তের ফলে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা আবেদনকারীদের আরও সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD