রবিবার কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশনের সব সদস্যের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং জাতিসংঘের কর্মকর্তারা অংশ নেবেন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনার বলেন, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের সার্বিক প্রস্তুতি, নির্বাচন পরিচালনার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা হবে।
তিনি আরও জানান, এই বৈঠকের মাধ্যমে বিদেশি কূটনীতিকদের কাছে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরবে কমিশন।







