Logo

নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৬, ১১:৩২
নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর একটি বিশেষ টিম এই সেলের সঙ্গে যুক্ত থাকবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য দ্রুত যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৯৯৯-এর বিশেষ টিম সরাসরি সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে।

আইনশৃঙ্খলা সমন্বয় সেলের প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন। সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান এবং যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী।

বিজ্ঞাপন

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান, এনডিসি সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

সমন্বয় সেলটি তিন শিফটে পরিচালিত হবে। প্রথম শিফট সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত, দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং তৃতীয় শিফট রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের তৃতীয় তলায় কক্ষ নম্বর ২২৬-এ এই আইনশৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে।

জরুরি যোগাযোগের জন্য সেলে চারটি টেলিফোন নম্বর—০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ এবং দুটি মোবাইল নম্বর—০১৫৫০০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) ও ০১৫৫০০৬৪২২৭ চালু রাখা হয়েছে।

বিজ্ঞাপন

নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সেলে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD