Logo

গণভোটে ‘হ্যাঁ’-এর বিপক্ষে পরাজিত শক্তির অবস্থান: উপদেষ্টা আদিলুর রহমান

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
২৩ জানুয়ারি, ২০২৬, ১২:০৫
গণভোটে ‘হ্যাঁ’-এর বিপক্ষে পরাজিত শক্তির অবস্থান: উপদেষ্টা আদিলুর রহমান
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদের সহযোগীরাই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর বিপক্ষে অবস্থান নিতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রংপুর সফরকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, “জুলাইয়ে আমরা রাজপথে ছিলাম, হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এই গণঅভ্যুত্থানের ফলেই বর্তমান সরকার দায়িত্বে এসেছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই প্রেক্ষাপট থেকেই সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এবং সে কারণেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে সরকার। তার ভাষায়, “গণমানুষের স্রোত ‘হ্যাঁ’-এর দিকেই রয়েছে।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, রংপুরের প্রশাসনের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি। ফ্যাসিবাদের পতনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের চেতনা ধারণ করেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, “একটি জাতির জীবনে শত বছরে এমন সুযোগ খুব কমই আসে। একই সঙ্গে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রত্যাশা করি, নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।”

এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খৃষ্টফার হিমেল রিছিলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD