Logo

দেশে পৌঁছেছে ২১ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালটের ভোট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৪:০১
দেশে পৌঁছেছে ২১ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালটের ভোট
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে বিদেশে বসবাসরত প্রবাসীদের ভোটাধিকার কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত প্রায় সাড়ে ২১ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। তিনি জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

প্রসঙ্গত, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে সর্বশেষ তথ্যানুযায়ী ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন। এদের মধ্যে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোট দিয়েছেন, এবং ৩ লাখ ৭০ হাজার ৩২২টি ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাকঘরে জমা পড়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন প্রবাসীদেরকে অনুরোধ করেছে, ব্যালট সংগ্রহের পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে। নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পৌঁছানো বাধ্যতামূলক; নির্ধারিত সময়ের পরে পৌঁছানো কোনো ব্যালট গণনা করা হবে না।

এবার প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে রেকর্ড সংখ্যক ভোটার নিবন্ধিত হয়েছেন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদন করেছেন, যার অর্ধেকের বেশি প্রবাসী। প্রবাসীদের পাশাপাশি দেশে তিন শ্রেণির ভোটার এই সুবিধা পাবেন—নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, এবং কারাগারে থাকা (আইনি হেফাজতে) ভোটাররা।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিনই রিটার্নিং কর্মকর্তারা সাধারণ ভোটের পাশাপাশি ডাকযোগে প্রাপ্ত সব পোস্টাল ব্যালট গণনা করবেন। প্রবাসী ভোটারদের অংশগ্রহণের ফলে ভোটগ্রহণে নতুন মাত্রা যুক্ত হচ্ছে, যা দেশের নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অংশগ্রহণ বৃদ্ধি করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD