Logo

রোনালদোর গোলে আল নাসরের জয়

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মে, ২০২৩, ২২:৪৩
71Shares
রোনালদোর গোলে আল নাসরের জয়
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৬ মে) রাতে প্রিন্স আব্দুল আজিজ বিন মুসা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রাখা আল নাসর অবশ্য প্রথমার্ধে কোনো প্রকার গোলের দেখা পায়নি।

বিজ্ঞাপন

চলমান সৌদি প্রো লিগে শিরোপা জয়ের লক্ষ্যে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও অ্যান্ডারসন তালিস্কার গোলে ২-০ ব্যবধানে জিতেছে আল-নাসর। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল-ইতিহাদের সঙ্গে আল-নাসরের পয়েন্ট ব্যবধান দাঁড়াল ৩।

মঙ্গলবার (১৬ মে) রাতে প্রিন্স আব্দুল আজিজ বিন মুসা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রাখা আল নাসর অবশ্য প্রথমার্ধে কোনো প্রকার গোলের দেখা পায়নি। 

বিজ্ঞাপন

তবে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় যেতে থেকে আল নাসর। ৪৮তম মিনিটে বক্সে ফাউলের শিকার হন আল নাসরের ফুটবলার। তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নিতে ভুলেননি পর্তুগিজ তারকা রোনালদো।

বিজ্ঞাপন

এর পরে ৮০তম মিনিটে ব্যবধান বাড়ান তালিস্কা। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বক্সের সামনে বল পেয়ে টেনে নিয়ে গোলরক্ষকে পরাস্ত করে সহজেই পেয়ে যান গোল। শেষে কোনো প্রকার গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

২৭ ম্যাচ শেষে আল-ইতিহাদের পয়েন্ট এখন ৬৩। সমান  ম্যাচে আল-নাসরের পয়েন্ট ৬০। লিগে আরও৩টি ম্যাচ বাকি।

বিজ্ঞাপন

জেবি/এসবি 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD