Logo

চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বদল নিয়ে যা জানালেন অধিনায়ক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৭
6Shares
চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বদল নিয়ে যা জানালেন অধিনায়ক
ছবি: সংগৃহীত

বিপিএল এবারের আসর শুরুর ঠিক আগের দিন আচমকা চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব ছেড়ে দেয় মালিকপক্ষ। পরে বিসিবি ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনার ভার নেয়। একইসঙ্গে দলটির কোচিং এবং সাপোর্ট স্টাফেও আনা হয় বেশ পরিবর্তন। এরই মাঝে শুক্রবার (২৬ ডিসেম্বর) আসরের উদ্বোধনী দিনে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয় চট্টগ্রাম। যেখানে ৬৫ রানের জয় দিয়ে শেখ মেহেদী নেতৃত্বাধীন রয়্যালস আসর শুরু করেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি নিয়ে এত বিতর্ক এবং আলোচনা-সমালোচনা নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুখ খোলেন অধিনায়ক শেখ মেহেদী হাসান। তিনি বলেন, ‘আপনারাও দেখেছেন প্লেয়ার হিসেবে এটা একটু কঠিনই ছিল। দিনশেষে ক্রিকেট খেলা, তাই আমরা তাড়াতাড়ি মানিয়ে নিয়েছি। এটাই জরুরি। খেলা শুরুর আগেই সলভ হয়ে গেছে, সেটাই হয়তো ভালো হয়েছে প্লেয়ারদের জন্য। স্বস্তি পেয়েছি। খেলার মাঝপথেও এমন হতে পারত। যেহেতু শুরুর আগেই হয়ে গেছে কেউ এখন আর চাপে নেই, মেন্টালি ফ্রি।’

নিজের অধিনায়কত্ব এবং দলের জয় নিয়ে মেহেদী বলেন, ‘জয় মানে জয়ই। অধিনায়কত্বে একেবারেই নতুন আমি। আমি আগে ভালো (বড় মঞ্চে) পর্যায়ে অধিনায়কত্ব করিনি। কিছুটা এক্সাইটেডও ছিলাম। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ। রাতের খেলায় শিশির থাকবে, তাই টস জিতে ব্যাট নেওয়াটা কোচের ভালো সিদ্ধান্ত ছিল। আমাদের ব্যাটিং অত লম্বা ছিল না, বোলিং অনেক ভালো ছিল। আমার মনে হয় আমরা এটা ভালোভাবে কাজে লাগিয়েছি।’

বিজ্ঞাপন

‘যেমন ছিল সেভাবেই খেলতে হয়েছে। এটা হয়তো আল্লাহ রিজিকে রেখেছেন। উনি এভাবে প্ল্যান করেছেন। যতই ঝড় তুফান যাক মাঠে যখন খেলবেন তখন সেরাটা দিয়েই খেলতে চাইবেন’, আরও যোগ করেন চট্টগ্রামের এই অধিনায়ক।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD