দুই দিনেই টেস্টে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৪ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল ইংল্যান্ড ক্রিকেট দল। বক্সিং ডে টেস্টের চতুর্থ ম্যাচে মাত্র দুই দিনের মধ্যেই স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় ইংলিশ ক্রিকেটাররা।
বিজ্ঞাপন
ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে কঠিন পেসিং উইকেটে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় স্বাগতিক অজিরা। ট্রাভিস হেড সর্বোচ্চ ৪৬ রান করলেও বাকিরা ব্যাটিং ব্যর্থতায় ভুগেন। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন ব্রাইডন কার্স, তুলেনেন চারটি উইকেট। বেন স্টোকস তিনটি এবং জশ টাং দুটি উইকেট শিকার করেন।
১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে। ওপেনার বেন ডাকেট ২৬ বলে ৩৪ রান করে ফিরে গেলেও জ্যাক ক্রলি ৪৮ বলে ৩৭ রান করেন। চার নম্বরে নেমে জ্যাকব বেথেল খেলেন ঝড়ো ইনিংস, ৪৬ বলে ৪০ রান। শেষ দিকে হ্যারি ব্রুক ও জেমি স্মিথের দৃঢ় ব্যাটিংয়ে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
বিজ্ঞাপন
এই জয়ের মাধ্যমে ২০১১ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট জিতল ইংল্যান্ড। গত ১৪ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা ১৮টি টেস্টের মধ্যে ১৬টিতেই হেরেছিল ইংলিশরা।
অস্ট্রেলিয়া: ১৫২ ও ১৩২ (হেড ৪৬; স্মিথ ২৪*; কার্স ৪/৩৪, স্টোকস ৩/২৪)
বিজ্ঞাপন
ইংল্যান্ড: ১১০ ও ১৭৮/৬ (বেথেল ৪০, ক্রলি ৩৭; রিচার্ডসন ২/২২, বোল্যান্ড ২/২৯)।
ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জশ টাং







