আল নাসরকে দলবদলে ফিফার নিষেধাজ্ঞা


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০:৩৯ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৩


আল নাসরকে দলবদলে ফিফার নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

আগামী দলবদলে ফুটবলার কেনার ক্ষেত্রে সৌদি আরবে ক্লাবর আল নাসর ক্লাবকে নিষেধাজ্ঞা  দিয়েছে ফিফা। এর ফলে, নতুন মৌসুমের জন্য দল গোছানোর পরিকল্পনা আপাতত বন্ধই রাখতে হবে ক্লাব কর্তৃপক্ষকে।


সাবেক ফুটবলারের টাকা পরিশোধ করতে না পারায় নতুন ফুটবলা কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা পেয়েছে আল নাসর। এর আগে ২০১৮ সালে সৌদি ক্লাবটি ইপিএলের ক্লাব লেস্টার সিটি থেকে আহমেদ মুসাকে দলে ভেড়ায়। ২০২০ সালে মুসাকে ছেড়েও দেয় ক্লাবটি। কিন্তু চুক্তির শর্তানুযায়ী এড অন্সের সম্পূর্ণ টাকা পরিশোধ করেনি সৌদি ক্লাবটি।


আরও পড়ুন: ক্রিকেট খেলতে ইংল্যান্ড যাচ্ছেন ১৮ এমপি


মাত্র ৩ লাখ ৯০ হাজার পাউন্ড বাকী থাকায় ফিফা থেকে নিষেধাজ্ঞা পায় আল নাসর। যদিও ২০২১ সালে সৌদি ক্লাবটিকে সর্তক করেছিল ফিফা। কিন্তু ফিফার সেই সতর্ককে সেসময় পাত্তা দেয়নি রোনালদোর আল নাসর। 


আরও পড়ুন: এশিয়া কাপের সূচি চূড়ান্ত, ভারত-পাকিস্তান ম্যাচ ডাম্বুলায়


এদিকে, নিষেধাজ্ঞা পেয়ে আল নাসরের মালিকানাধীন প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফিফা নিষেধাজ্ঞা তুলে নিলে তারা অর্থ পরিশোধ করতে রাজি আছে। সূত্র : গোল ডটকম


জেবি/এসবি