Logo

আল নাসরকে দলবদলে ফিফার নিষেধাজ্ঞা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৩, ২০:০৯
41Shares
আল নাসরকে দলবদলে ফিফার নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

সাবেক ফুটবলারের টাকা পরিশোধ করতে না পারায় নতুন ফুটবলা কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা পেয়েছে আল নাসর।

বিজ্ঞাপন

আগামী দলবদলে ফুটবলার কেনার ক্ষেত্রে সৌদি আরবে ক্লাবর আল নাসর ক্লাবকে নিষেধাজ্ঞা  দিয়েছে ফিফা। এর ফলে, নতুন মৌসুমের জন্য দল গোছানোর পরিকল্পনা আপাতত বন্ধই রাখতে হবে ক্লাব কর্তৃপক্ষকে।

সাবেক ফুটবলারের টাকা পরিশোধ করতে না পারায় নতুন ফুটবলা কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা পেয়েছে আল নাসর। এর আগে ২০১৮ সালে সৌদি ক্লাবটি ইপিএলের ক্লাব লেস্টার সিটি থেকে আহমেদ মুসাকে দলে ভেড়ায়। ২০২০ সালে মুসাকে ছেড়েও দেয় ক্লাবটি। কিন্তু চুক্তির শর্তানুযায়ী এড অন্সের সম্পূর্ণ টাকা পরিশোধ করেনি সৌদি ক্লাবটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাত্র ৩ লাখ ৯০ হাজার পাউন্ড বাকী থাকায় ফিফা থেকে নিষেধাজ্ঞা পায় আল নাসর। যদিও ২০২১ সালে সৌদি ক্লাবটিকে সর্তক করেছিল ফিফা। কিন্তু ফিফার সেই সতর্ককে সেসময় পাত্তা দেয়নি রোনালদোর আল নাসর। 

বিজ্ঞাপন

এদিকে, নিষেধাজ্ঞা পেয়ে আল নাসরের মালিকানাধীন প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফিফা নিষেধাজ্ঞা তুলে নিলে তারা অর্থ পরিশোধ করতে রাজি আছে। সূত্র : গোল ডটকম

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD