শ্রীনগরে দেখা মিলেছে বিষধর রাসেল ভাইপার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩


শ্রীনগরে দেখা মিলেছে বিষধর রাসেল ভাইপার
বিষধর রাসেল ভাইপার

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকায় একটি বিষধর রাসেল ভাইপার সাপকে পিটিয়ে মারা হয়েছে। 


রবিবার (২০ আগস্ট) রাত ৮ টার দিকে বসতবাড়ির পাশের রাস্তায় দেখতে পায় স্থানীয়রা। প্রথমে সাধারণ সাপ (ধোরা সাপ) ভেবে সাপটিকে মেরে ফেলে তারা। পরে বিষধর ভংকর রাসেল ভাইপার সাপ জানার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করে। 


স্থানীয়রা জানায়, মান্দ্রার হারিজ সরদারের বাড়ির পাশের রাস্তায় সাপটিকে দেখতে পেয়ে পিটিয়ে মারেন তারা। মো. হারিজ সরদার বলেন, যখন জানা গেছে এটি বিষাক্ত রাসেল ভাইপার। পৃথিবীতে বিষধর সাপের মধ্যে এটি একটি। তখন মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। 


শ্রীনগর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেন খান সাপটি দেখে নিশ্চিন করেন এটি রাসেল ভাইপার সাপ। 


তিনি জানান, সাপটি রাজশাহী অঞ্চলে বেশী রয়েছে। বর্ষা মৌসুমে এই সাপ নদী পথে ভেসে আসতে পারে। নিজেদের সচেতন রাখতে হবে। বিষাক্তমুক্ত সাপ দূরে রাখতে ঘরে কার্বরিক এসিডের ব্যবহার করার পরামর্শ দেন তিনি।


আরএক্স/