কুয়েতের সড়কে ঝরল বাংলাদেশি যুবকের প্রাণ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩৩ পিএম, ১১ই ফেব্রুয়ারি ২০২৪


কুয়েতের সড়কে ঝরল বাংলাদেশি যুবকের প্রাণ
ছবি: সংগৃহীত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক মারা গেছেন। নিহতের নাম আমির হোসেন (৩৫)।  তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়।


শনিবার (১০ ফেব্রুয়ারি) সাবাহ আল-আহমাদ সিটিতে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।


আরও পড়ুন: সৌদি আরবে গাড়ি উল্টে প্রাণ হারালেন ফেনীর সম্রাট


নিহতের এক নিকটাত্মীয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকালে হাসাবিয়া থেকে কাজ করার জন্য ওয়াফরা গিয়েছিলেন আমির। বিকেলে ফেরার পথে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


আরও পড়ুন: রিয়াদে জমকালো আয়োজনে প্রবাস মেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


আমির হোসেনের মৃতদেহ আদান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানান স্বজনরা।


জেবি/এসবি