৩৪৪ উপজেলায় ভোট কবে, জানাল ইসি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪


৩৪৪ উপজেলায় ভোট কবে, জানাল ইসি
ফাইল ছবি

দেশের ৬টি নির্বাচনী অঞ্চলের ৩৪৪টি উপজেলার নির্বাচন কবে হবে তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ৪টি ধাপে ভোটের তালিকা প্রকাশ করেছে ইসি ।


বুধবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান।  


এর আগে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছিলেন, “প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।”


আরও পড়ুন: হার্ট অ্যাটাক করেছেন ইসলামিক বক্তা মাওলানা লুৎফুর রহমান

 

ইসি ঘোষিত তালিকা অনুসারে, রাজশাহী; রংপুর; খুলনা; বরিশাল; ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি, ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরবর্তীতে করা হবে।  


আরও পড়ুন: গণমাধ্যমকর্মীদের চাকরি নিয়ে নতুন নির্দেশনা আসছে


দেশের ৪৯৫টি উপজেলার মধ্য নির্বাচন উপযোগী উপজেলা রয়েছে ৪৫২টি।


উপজেলাগুলোর তালিকা দেখতে এখানে ক্লিক করুন। 


জেবি/এসবি